chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি: তারেক রহমানের ২ বছরের সাজা

ডেস্ক নিউজ: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় তাকে এ সাজা দেওয়া হয়। নড়াইলে এক মুক্তিযোদ্ধার করা মামলাটিতে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

আজ (০৪ ফেব্রুয়ারি) নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২ এর বিচারক আমাতুল মোর্শেদা এ রায় দেন।

জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সঞ্জিব কুমার বসু মামলার রায়ের বিষিয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, তারেক রহমানের অনুপস্থিতিতে আদালত এ আদেশ দেন। আসামি গ্রেফতারের পর থেকে এ রায় কার্যকর হবে।

২০১৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে তারেক জিয়া ইংল্যান্ডের ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংকওয়েট হলে যুক্তরাজ্যে বিএনপির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেন। এ ঘটনায় ওই বছরের ২৪ ডিসেম্বর নড়াইলের কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাজাহান বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর