chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে করোনায় আক্রান্ত আরও ৪৩৮, মৃত্যু ১৩

ডেস্ক নিউজ: দেশে আগের চেয়ে কমেছে করোনার তাণ্ডব। ভাইরাসটিতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরও ৪৩৮ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ লাখ ৩৬ হাজার ৫৪৫ জনে দাঁড়িয়েছে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট মারা গেছেন ৮ হাজার ১৬২ জন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও দুজন নারী।

বুধবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০৬টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ১৪৭টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৬ লাখ ৯৩ হাজার ৬৩৪টি।

শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ২ দশমিক ৯২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ৫৩ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৯ দশমিক ৭০ শতাংশ এবং মারা গেছেন এক দশমিক ৫২ শতাংশ।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৩০৬ জন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর