chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ১৪ মাদকসেবীর দণ্ড, বাকলিয়ায় ১৮শ ইয়াবাসহ ধরা মাদক কারবারি

চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে মাদক সেবনের দায়ে ১৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) নগরীর রেলওয়ে স্টেশন, লালদীঘি পাড়, ফিশারিঘাট ও বাকলিয়া থানা এলাকায় দিনভর অভিযান চালিয়ে মাদক সেবনকালে এসব মাদকসেবীদের হাতেনাতে আটক করা হয়।

অভিযানের নের্তৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথী। অভিযানকালে প্রায় দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মো. রাশেদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪ জন মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

তাছাড়া বাকলিয়া থানা নতুন ব্রিজ এলাকায় পৃথক আরেক অভিযানে ১৮শ পিস ইয়াবাসহ জাকির হোসেন (২০) নামে এক মাদক কারবারিকে আটক করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চাঁদগাও সার্কেলের উপ পরিদর্শক মো. সানাউল্লাহ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর