chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে হিজবুত তাহরীরের ২ সদস্যের চার বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: পোস্টার-লিফলেট ও বইসহ পুলিশের হাতে আটক হওয়া হিজবুত তাহরীরের দুই সদস্যের চার বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক আব্দুল হালিমের আদালত আসামীদের উপস্থিতিতে উপস্থিতিতে এই রায় প্রদান করেন। এসময় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনোরঞ্জন দাশ।

কারাদণ্ডপ্রাপ্ত হলেন, মোহাম্মদ সাইমন আলম চৌধুরী সাঈম (২৬) ও সিরাজুল ইসলাম রহিম(২৭)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক সপ্তাহ আগে ২৪ ডিসেম্বর সাঈম ও রহিম হিজবুত তাহরীরের পোস্টার, লিফলেট ও বইসহ চান্দগাঁও থানা পুলিশের হাতে আটক হন। তাদের সেই পোস্টারে রাষ্ট্র ক্ষমতা দখলে সেনাবাহিনীকে উষ্কানি দেওয়াসহ রাষ্ট্র বিরোধী বিভিন্ন শ্লোগান ছিল।

সাজা পরোয়ানা জারি করে আসামীদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর