chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

যান্ত্রিক জীবনে স্বস্তি দিতে নগরীতে কবিতা ও পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক: নগরীর লালদিঘীতে কবিতা পাঠ ও পিঠা উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সোমবার (১ ফেব্রুয়ারি) এই উৎসবের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন

এসময় চসিক প্রশাসক বলেন, যান্ত্রিক জীবনে নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। এ ধরনের উৎসব আমাদের আবহমান সংস্কৃতিকে তুলে ধরে।

প্রশাসক সুজনকে ধন্যবাদ জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এডভোকেট রানা দাশ গুপ্ত বলেন, আমাদের মাঝে সংস্কৃতির চর্চার অভাব রয়েছে। রাজনীতিতে সংস্কৃতির ছোঁয়া নেই বলে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান। সুস্থ ধারার রাজনীতিতে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। সুজন ভাই যে সংস্কৃতির চর্চা রেখে যাচ্ছেন আগামীর মেয়রও তা অব্যাহত রাখবেন। তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। বঙ্গবন্ধুর আদর্শের স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করবেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর