chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নিউজিল্যান্ড সফরের আগেই ভ্যাকসিন দেওয়া হবে ক্রিকেটারদের

খেলা ডেস্ক: করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। বর্তমানে খেলাটি মাঠে ফিরলেও উম্মুক্তভাবে আয়োজন করা যাচ্ছে না। ফলে ক্রিকেট আগের মতো মাঠে ফেরাতে সবার মনযোগ এখন ভ্যাকসিনে

আগামী মার্চে অনুষ্ঠেয় নিউজিল্যান্ড সফরের আগেই ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়ার কথা চিন্তা করছে বিসিবি। সফরের আগে দেয়া হবে প্রথম ডোজ। আর দ্বিতীয় ডোজ দেওয়া হবে সিরিজ শেষে দেশে ফেরার পরে।

সোমবার (১ ফেব্রুয়ারি) একথা জানান বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

তিনি বলেন, ‘আমরা প্লেয়ারদের নিউজিল্যান্ড সফরের আগেই এটা সহজলভ্য করার চেষ্টা করব যাতে করে তারা করোনার টিকা নিয়ে সফরে যেতে পারে। এখন বিষয় হচ্ছে কোভিডের প্রোটোকল বা নিয়ম-কানুন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

‘হয়তো এমনও একটা সময় আসবে আন্তর্জাতিক ভ্রমণের আগে টিকা নেয়া বাধ্যতামূলক হয়ে যাবে। সেক্ষেত্রে এই ধরণের জটিলতা এড়াতে আমাদের উপদেশ থাকবে যাওয়ার আগেই নিয়ে নেয়া। তাপরেও এটা ঐচ্ছিক, যারা চায় নিবে, না চাইলে নিবে না।’

নিজাম উদ্দিন চৌধুরী বলেন, যাওয়ার আগে প্রথম ডোজটা নিতে হবে এসে দ্বিতীয় ডোজ নিতে পারবে। আমরা এই কারণেই বলছি যদি হঠাৎ করে আন্তর্জাতিক বাধ্যবাধকতা চলে আসে যে টিকা দেওয়া ছাড়া কেউ ভ্রমণ করতে পারবে না তখন তো সবাইকে নিতে হবে। এখন দেখা যাচ্ছে নিউজিল্যান্ডে যাওয়ার পরে বৈশ্বিক কড়াকড়ি জারি করা হলো যে টিকা নিতেই হবে।

‘তখন দেখা যাবে ওখানে বসে ফাইজারের টিকা নিল এবং বাংলাদেশে ফিরে অক্সফোর্ডেরটা নিল। এটা তো ঠিক হবে না। সেজন্য আমাদের উপেদেশ থাকবে যাওয়ার আগে এক ডোজ নিয়ে যেতে এবং এসে দ্বিতীয় ডোজ নিতে।’

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে আগামী ২৩ ফেব্রুয়ারি দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্স যোগে দেশ ছাড়বে টিম বাংলাদেশ। নিউজিল্যান্ডে পৌঁছে করোনার আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী কোয়ারেনটাইন শেষে ১৩ মার্চ ডুনেডিনে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে স্বাগতিক ও সফরকারিরা।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর