chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘অনেকে মেসি ও বার্সার ক্ষতি করতে চায়’

খেলা ডেস্ক: বিতর্ক থেকে মুক্ত হতে পারছেন না লিওনেল মেসি। চার বছরে ক্লাবের কাছ থেকে প্রায় ৫৫ কোটি ইউরো বা ৫৭ হাজার কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন এমন তথ্য ফাঁস হওয়ার থেকেই তোলপাড় সারা ফুটবল বিশ্বে।

তবে ক্লাব কর্তৃপক্ষ ও কোচকে পাশেই পাচ্ছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এ ফুটবলার। এরই মধ্যে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, যে বা যারা এই পারিশ্রমিক ফাঁসের পেছনে রয়েছেন, তাদের বিরুদ্ধে নেয়া হবে আইনি ব্যবস্থা। আর মানসিকভাবে মেসিকে সমর্থন দিচ্ছেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান।

মেসির পারিশ্রমিক ফাঁসের আলোচনার মাঝেই রোববার রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। যেখানে দর্শনীয় ফ্রি কিকে গোল করেছেন মেসি। যা বার্সেলোনার হয়ে তার ক্যারিয়ারের ৬৫০তম গোল। এমন পারফরম্যান্সের পর নিজের সবচেয়ে বড় অস্ত্রের পাশেই দাঁড়িয়েছেন বার্সা কোচ।

কোম্যানের বলেন, ‘যে এই খবরটি ফাঁস করেছে, বার্সেলোনায় তার কোনো ভবিষ্যত নেই। সংবাদমাধ্যমে মেসির ব্যাপারে যাই এসেছে, তা খুব ভালো কিছু হয়নি।’

বার্সা কোচ বলেন, ‘আমরা জানার চেষ্টা করছি, খবরটা বাইরে এলো কীভাবে। তবে আমাদেরকে মৌসুমের বাকি খেলার দিকে মনোযোগ দিতে হবে। দেরিতে হলেও দল এখন ভালো করছে। আমরা অনেক ম্যাচ জিতেছি। আমাদের অন্য ইস্যুতে মন দেয়া ঠিক হবে না। যদিও অনেক মানুষ আছে যারা মেসি ও বার্সার ক্ষতি করতে চায়।’

তিনি আরও বলেন, ‘বছরের পর বছর ধরে ফুটবলার হিসেবে নিজের সামর্থ্য ও প্রতিভার প্রমাণ দিয়ে আসছে মেসি। সে ক্লাবকে বড় হতে এবং শিরোপা জিততে সাহায্য করেছে।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর