chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জামানত হারালেন ডা. শাহাদাতসহ ৬ মেয়রপ্রার্থী

চসিক নির্বাচন

ডেস্ক নিউজ: সদ্য শেষ হয়া চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৭ মেয়রের ৬ জনই জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এরা হলেন- বিএনপির ডা. শাহাদাত হোসেন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী (হাতি প্রতীক), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর এম এ মতিন (মোমবাতি), ন্যাশনাল পিপলস্ পার্টির আবুল মনজুর (আম), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. জান্নাতুল ইসলাম (হাতপাখা)।

নিয়মানুসারে নির্বাচনে যত ভোট পড়ে তার ৮ ভাগের একভাগ বা ১২ দশমিক ৫০ শতাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মেয়র পদে ভোট পড়েছে ২২ দশমিক ৫২ শতাংশ। জামানত ফেরত পেতে মেয়র পদপ্রার্থীকে ন্যূনতম ৫৪ হাজার ৪৩৬ ভোট পেতে হতো।

সূত্র জানায়, রেজাউল করিম চৌধুরী ছাড়া জামানত ফেরত পাওয়ার মতো ভোট বাকি ৬ মেয়র পাননি। তাই তারা জামানত হারিয়েছেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...