chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে জ্যোৎস্না উৎসব কাল

ডেস্ক নিউজ: আগামীকাল (৩০ জানুয়ারি) নগরীতে জ্যোৎস্না উৎসব অনুষ্ঠিত হবে। লালদীঘি পার্কে রাত পৌনে আটটায় অনুষ্ঠিত এ জ্যোৎস্না উৎসবে সভাপতিত্ব করবেন অনুষ্ঠানের আয়োজক চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

পূর্ণিমার চাঁদের আলোতে জ্যোৎস্নার সৌন্দর্য উপভোগের পাশাপাশি সংগীতানুষ্ঠানে থাকবে লোকজ, ভাওইয়া, পল্লিগীতি, দেশাত্মবোধক ও রবীন্দ্র-নজরুলসহ চট্টগ্রামের আঞ্চলিক গান।

সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় একই জায়গায় অনুষ্ঠিত হবে কবিতা পাঠ ও পিঠা উৎসব। এতে লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

এমআই/চখ

Loading...