chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নবনির্বাচিত মেয়রকে সুজনের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রশাসক খোরশেদ আলম সুজন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে রেজাউল করিম চৌধুরীর বহদ্দারহাটের বাসভবনে গিয়ে এ শুভেচ্ছা জানান চসিক প্রশাসক।

প্রশাসকের সহকারী একান্ত সচিব স্বরূপ কুমার দত্ত রাজু এ সময় উপস্থিত ছিলেন। মেয়রের পাশাপাশি নির্বাচিত সব ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরকেও অভিনন্দন জানান তিনি।

এসময় সুজন বলেন, আগামীতে চট্টগ্রাম একটি সুন্দর, পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক নগরে রূপান্তরিত হবে এটাই আমার প্রত্যাশা।

প্রশাসক বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত চসিক নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), বিজিবি, র্যাব, আনসার ভিডিপিসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও আন্তরিকতার কারণে জানমালের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে দেশের দ্বিতীয় বৃহত্তম নগর চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হলো। এ কৃতিত্বের অংশীদার নির্বাচন কমিশনও।

নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সব কর্মকর্তাদেরও অভিনন্দন জানান চসিক প্রশাসক।

বুধবারের নির্বাচনে ৩ লাখ ৬৯ হাজার ২৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট। নির্বাচনে ভোট পড়েছে ২২ শতাংশ।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...