chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বডিগার্ডকে পঞ্চম স্বামী করলেন পামেলা

ডেস্ক নিউজ: মার্কিনের জনপ্রিয় অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। সবসময় সমালোচনার শীর্ষে থাকেন এই অভিনেত্রী। এবার বডিগার্ডকে পঞ্চম স্বামী করে সমালোচনায় আসলেন।

পামেলা জানিয়েছেন, তিনি বিয়ে করেছেন তার দেহরক্ষী ড্যান হেহার্স্ট-কে। লকডাউনের সময় থেকে পামেলার সঙ্গেই ছিলেন ড্যান। তিনি পামেলার নিরন্তর খেয়াল রাখতেন। মডেল-অভিনেত্রী নাকি তার সঙ্গে থাকতে পেরে খুবই খুশি। সেই খুশি থেকেই প্রেম ও বিয়ে।

এর আগে টমি লি, বব রিচি এবং রিক সালোমনকে বিয়ে করেছিলেন পামেলা। কিন্তু তাদের মধ্যে রিককে দু’বার বিয়ে করেন পামেলা। ২০০৭ এবং ২০১৩ সালে।

তারপর তিনি বিয়ে করলেন ড্যানকে। সেই হিসেবে এটা তার পঞ্চম বিয়েই হওয়ার কথা। যদিও বছর খানেক আগে তিনি জন পিটার্সকে বিয়ে করেছিলেন বলে শোনা গিয়েছিল। তবে সেই খবর ঘোষণার ১২ দিন পরে পামেলা জানান, জনের সঙ্গে তার সম্পর্ক ভেঙে গিয়েছে। তারা নাকি আইনি পদ্ধতিতে বিয়েও করেননি।

এবার আর তেমন নয়, ঘনিষ্ঠদের উপস্থিতিতে আইনিভাবেই বিয়ে করেছেন পামেলা। গণমাধ্যমে জানিয়েছেন তিনি।

২৫ বছর আগে নিজের ঠাকুমা-ঠাকুরদার থেকে যে বাড়িটি পামেলা কিনেছিলেন, সেখানেই আছেন ড্যানের সঙ্গে। এখানেই তার নতুন সংসার সেজে উঠেছে।

নচ/চখ

Loading...