chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এতো মানুষের ভালোবাসা বিফলে যেতে পারে না: রেজাউল

নিজস্ব প্রতিবেদক: জনগণ নৌকাকে ভালোবাসে জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘এতো মানুষের ভালোবাসা বিফলে যেতে পারে না।’

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বহদ্দারহাটের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

রেজাউল করিম বলেন, ‘নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। জনগণের প্রচুর সাড়া পাচ্ছি। আমার বাসার সামনে শত শত নেতাকর্মীর ভিড় দেখতে পাচ্ছেন। এরা সবাই জননেত্রীর নৌকাকে ভালোবাসেন। নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন।

‘তাই আমার প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন রয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এত মানুষের ভালোবাসা বিফলে যেতে পারে না। নগরবাসীর ভোটে আমি জয়ী হয়ে তাদের সেবক হতে বদ্ধপরিকর।’

সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপির প্রশ্নের জবাবে রেজাউল করিম বলেন, ‘সবকিছুতেই তারা সন্দেহ প্রকাশ করে। বিএনপি সন্দেহ প্রকাশ করে বলেছিল ডিজিটাল বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়, পদ্মা সেতু বানানো সম্ভব নয়। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা করে দেখিয়েছেন।

‘বিএনপি নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। তারা শান্তি বিনষ্ট করার চেষ্টা সেই শুরু থেকেই করছে। আগুন জ্বালিয়ে, মানুষ পোড়ার রাজনীতি করেছে তারা। ১০ ট্রাক অস্ত্র তারাই এ দেশে এনেছে। এগুলো মানুষ জানে।’

ভোটারদের ভোট দেয়ার আহ্বান জানিয়ে রেজাউল বলেন, ‘আপনারা পরিবার-পরিজন নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করুন। এতে চট্টগ্রামের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর