chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাঁশখালীতে বাইক-অটোরিক্সা সংঘর্ষ, ছাত্রলীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক : বাঁশখালীতে অটোরিক্সার সঙ্গে মোটরসাইকেলের (বাইক) সংঘর্ষে তানভীর শিকদার (২৫) এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। তিনি দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার চেঁচুরিয়ায় ভোলার ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর গন্ডামারা ইউনিয়নের আবু সামার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাসা থেকে বের হন তানভীর। বেলা পৌনে ১২টায় চেঁচুরিয়া এলাকায় তার বাইকের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তানভীর। আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ওসি (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় সিএনজি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

এসএএস/নচ


 

এই বিভাগের আরও খবর
Loading...