chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টাইগারদেরকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডেস্ক নিউজ: বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করায় এ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

সোমবার (২৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা এ তথ্য জানান।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, কঠোর অনুশীলনের মাধ্যমে জয়ের এই ধারা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২০ রানে জয়ে পেয়েছে বাংলাদেশ। এ জয়ের মাধ্যমে সফরকারীদের হোয়াইটওয়াশ করল টাইগাররা।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...