chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাঠে নেমেছে বিজিবি

চসিক নির্বাচন

ডেস্ক নিউজ: নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় মঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চসিক নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কাজ করবেন তারা।

আজ (২৫ জানুয়ারি) বিকেল থেকে বিজিবির একাধিক টিম নগরীর বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা যায়।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (মেট্রো) সুমনী রহমান বলেন, ‘নির্বাচন কমিশন থেকে বিজিবি মোতায়েনের বিষয়ে একটি পরিপত্র জারি হয়েছে। এরপর ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে।’

‘সোমবার বিকেলে বিজিবি সদস্যরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এবং জেলা প্রশাসনে রিপোর্ট করে টহল দিতে শুরু করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের তত্ত্বাবধান করবেন।’

জানা গেছে, প্রতি প্লাটুনে ১৬ জন করে বিজিবি সদস্য আছেন। ২৫ প্লাটুনের মধ্যে ২২ প্লাটুন সিটি করপোরেশন এলাকায় টহলে থাকবে। তিন প্লাটুন স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে।

নির্বাচনের পরদিন পর্যন্ত বিজিবি সদস্যরা নগরীতে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী রহমান।

প্রসঙ্গত, আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর