chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘ইত্যাদি’এবার পতেঙ্গায়, নেই সেই ‘মামা’

ডেস্ক নিউজ: বাংলাদেশ টেলিভিশনের বহুল দর্শকপ্রিয় ম্যাগাজিন ‘ইত্যাদি’ র এবারের পর্ব ধারণ করা হয়েছে বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত বাংলাদেশ নেভাল একাডেমিতে। গত ১৬ জানুয়ারি বঙ্গোপসাগর আর কর্ণফুলীর মোহনায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ঐতিহ্যবাহী বাংলাদেশ নেভাল একাডেমির বঙ্গবন্ধু কমপ্লেক্সের সামনে এবারের পর্বটি ধারণ করেন অনুষ্ঠানটির উপস্থাপক হানিফ।

কিন্ত সেই জনপ্রিয় মামা চরিত্রের অভিনেতা আবদুল কাদের নেই। গত ২৬ ডিসেম্বরে না ফেরার দেশে চলে গেছেন জনপ্রিয় তিনি। প্রায় ২৫ বছর ধরে তাকে দেখা যাচ্ছিল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে। সে থেকে এবারও প্রথম এই তারকাকে ছাড়াও প্রচার হতে যাচ্ছে অনুষ্ঠানটির পর্ব।

এ প্রসঙ্গে হানিফ সংকেত বলেন, ২৫ বছর আমরা একটা পরিবারে ছিলাম। তার (আব্দুল কাদের) অনুপস্থিতিটা শুধু আমার না, ইউনিটের সবারই খারাপ লেগেছে। সবার মধ্যে একটা ভীতিও এসেছে, এই যে একে একে আমরা সবাই চলে যাচ্ছি। আমরা এরই মধ্যে ইত্যাদি পরিবারের অনেককে হারিয়েছি।

তিনি আরও জানান, এবারের পর্বে মামা-ভাগ্নে বিভাগটি থাকছে না। তবে এই মুহূর্তে মামা চরিত্রে নতুন কাউকে নেওয়ার ব্যাপারটিও ভাবতে পারছেন না তিনি।

‘ইত্যাদি’র নতুন এ পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ২৯ জানুয়ারি রাত ৮টা ৪০ মিনিটে। পুনঃপ্রচার করা হবে ৪ ফেব্রুয়ারি একই সময়ে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ হয়েছে ফাগুন অডিও ভিশনের ব্যানারে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর