chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

যুবলীগ নেতাকে ছুরি মারার ঘটনায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক : নগরীতে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার মিছিলে যুবলীগের কেন্দ্রীয় নেতা আদিত্য নন্দীকে ছুরিকাঘাতের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রবিবার রাতে নগরীর ষোলশহর রেল স্টেশন এলাকা থেকে আবুল বাশার (৩৫) ও জাহিদুল ইসলাকে (৩০) গ্রেফতার  করা হয়।

গ্রেফতার আবুল বাশার নিজেকে ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও  নিজেকে মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চুর অনুসারী হিসেবে পরিচয় দেন। জাহিদুল ইসলাম যুবলীগের কর্মী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. কবিরুল ইসলাম বলেন, রবিবার রাতে নগরীতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, ছুরিকাঘাতের ঘটনায় রবিবার রাতে সৌরভ আহমেদ নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিমের পক্ষে রবিবার দুপুরে ষোলশহর ২ নম্বর গেইট এলাকায় মিছিল বের করে চট্টগ্রাম মহানগর যুবলীগ।

সেখানে ব্যানার ধরা নিয়ে ধাক্কাধাক্কির মধ্যে যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দীকে ছুরিকাঘাত করা হয়।

ঢাকায় রাজনীতি করা চট্টগ্রামের ছেলে আদিত্য নির্বাচনী প্রচারে যোগ দিতে বন্দরনগরীতে এসেছিলেন।

হামলার ঘটনা পুলিশ নিশ্চিত করলেও চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু বলেছিলেন, মিছিলে লোক সমাগম বেশি থাকায় নালার পাশে হোঁচট খেয়ে পড়ে ব্যথা পেয়েছেন আদিত্য।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর