chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডেস্ক নিউজ: তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা।

এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পায় বাংলাদেশ, যা নিশ্চিত করে স্বাগতিকদের সিরিজ জয়। প্রথম উইকেটে ৬ উইকেটের জেতার পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ।

ক্যারিবীয় একাদশে এসেছে দুটি পরিবর্তন। নতুন কারও অভিষেক না হলেও একাদশে এসেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ। বাদ পড়েছেন আগের দুই ম্যাচেই খেলা দুই পেসার রুবেল হোসেন ও হাসান মাহমুদ। দুটি পরিবর্তন এসেছে ওয়েস্ট ইন্ডিজের একাদশেও। অভিষেক ঘটিয়ে একাদশে সুযোগ পেয়েছেন জাহমার হ্যামিল্টন ও কিওর হার্ডিং। বাদ পড়েছেন জশুয়া ডি সিলভা ও আন্দ্রে ম্যাকার্থি।

একনজরে দুই দলের একাদশ

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল অ্যামব্রিস, কিওর্ন অটলি, জাহমার হ্যামিল্টন (উইকেটরক্ষক), এনক্রুমাহ বোনার, জেসন মোহাম্মদ (অধিনায়ক), রভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, আকিল হোসেইন, রেয়মন রেইফার, আলজারি জোসেফ ও কিওন হার্ডিং।ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জেসন মোহাম্মেদ, সুনিল আমব্রিস, এনক্রুমা বনার, জামার হ্যামিল্টন, রভম্যান পাওয়েল, কাইল মেয়ার্স, কেয়র্ন ওটলি, আলজারি জোসেফ, রেমন রিফার, কিওন হার্ডিং, আকিল হোসেইন।

অল্প কিছু পরিবর্তনের আভাস দেওয়া বাংলাদেশ এনেছে দুটি পরিবর্তন। দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন ও পেসার তাসকিন আহমেদ।

বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

নচ/চখ

এই বিভাগের আরও খবর