chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

উইন্ডিজের লক্ষ্য ১০ পয়েন্ট, বাংলাদেশের ৩০

খেলা ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের সিরিজের প্রথম দুই ওয়ানডেতে জিতে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ ক্রিকেট দল। শেষ ওয়ানডেতেও জিতে ৩০ পয়েন্ট পূর্ণ করতে চায় টাইগাররা। অন্যদিকে সান্ত্বনা হিসেবে শেষ ম্যাচ জিতে ১০ পয়েন্ট অর্জন করতে চায় উইন্ডিজরা।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সোমবার (২৫ জানুয়ারি) মুখোমুখি হবে দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে ১২২ রানের পর দ্বিতীয়টিতে ১৪৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। সঙ্গী হয় যথাক্রমে ৬ ও ৭ উইকেটের হার।

তবে যেহেতু এটি বিশ্বকাপের সুপার লিগের ম্যাচ তাই স্বাগতিকরাও চাইছে জয়। আগের দুই ম্যাচ জিতে ২০ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ।আর তৃতীয় ম্যাচেও মূল্যবান ১০ পয়েন্ট চান অধিনায়ক তামিম ইকবাল।

রোববার (২৪ জানুয়ারি) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুই ম্যাচে ততটা ভালো খেলতে পারেনি। তবে তারা অবশ্যই বিপজ্জনক দল ও যেকোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। আমাদের ১০ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। আশা করছি আমরা তা করতে পারবো। ’

তিনি বলেন, ‘আগামীকালের ম্যাচ গুরুত্বপূর্ণ। ম্যাচকে ঘিরে আমাদের পরিকল্পনাও রয়েছে। তেমন একটা পরিবর্তন আসবে না দলে। তবে যারা আসবে, আমি নিশ্চিত তারাও ম্যাচ জেতাতে পারে। সবাই মাঠে নেমে ভালো করতে চায়। আশা করি এই ধারাবাহিকতা চলতে থাকবে। ’

এদিকে জয় ছাড়া অন্য কিছুই চিন্তা করছে না সফরকারীরা। এনিয়ে দলটির কোচ ফিল সিমন্স বলেন, ‘আমরা এখানে এসেছিলাম ৩০ পয়েন্টের জন্য। এখনও এই সিরিজ থেকে ১০ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে আমাদের। সবচেয়ে বড় ব্যাপার হলো উন্নতি করা। ১২২ রানের পর আমরা ১৪৮ করেছি। কিন্তু আমাদের ২৩০-২৫০ রান করতে হবে, যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। বোলারদের লড়াই করার জন্য তো কিছু দিতে হবে…অবশ্যই ১০ পয়েন্ট চূড়ান্ত লক্ষ্য। ’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর