chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিয়ের কয়েক ঘন্টা আগে দুর্ঘটনার কবলে হবু বর

ডেস্ক নিউজ: বলিউড তারকা বরুণ ধাওয়ানের বিয়ের আগের রাতে বন্ধুবান্ধবরা একটি ব্যাচেলর পার্টির আয়োজন করেছিল। আর সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন হবু বর।

মহারাষ্ট্রের আলিবাগের দ্যা ম্যানসন হাউসে বসছে বরুণ ধাওয়ান-নাতাশা দালালের বিয়ের আসর। সেখানে থেকেই কয়েক মিনিটের দুরত্বে ছিল ব্যাচেলর পার্টির আয়োজন। গাড়ি নিয়েই যাওয়া আসা করছিল বরুণ ধাওয়ান ও তার বন্ধুরা। রাতেই সেই পথে দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা। তবে গুরুতর দুর্ঘটনা নয়।

হবু বর বরুণ ধাওয়ান সুস্থ রয়েছেন। তার আঘাত লাগেনি। তবে গাড়ির সামান্য ক্ষতি হলেও, তেমন বড় কিছু নয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। আজ রোববার (২৪ জানুয়ারি) দুপুরেই বিয়ের আসরে পৌঁছাবেন বরুণ ধাওয়ান।

ইতোমধ্যে সকাল থেকেই অনুষ্ঠিত হয়েছে মেহেন্দি উৎসব ও গায়ে হলুদ অনুষ্ঠান। জানা গেছে, বিয়েতে বেশি মানুষের সমাগম হবে না। হাতে গোনা আমন্ত্রিত অতিথি, বন্ধু ও স্বজনদের নিয়ে হবে অনুষ্ঠান।

নচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...