chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ৩৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৮০ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৩৮ জন। এসময় একজনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ৩৩ জন নগরীর ও ৫ জন উপজেলার বাসিন্দা।

আজ রবিবার (২৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩২ হাজার ৫৭৮ জন, এর মধ্যে ২৫ হাজার ৪০০ জন নগরীর ও ৭ হাজার ১৭৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরী করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬৮ জন, এর মধ্যে ২৬৭ জন নগরীর ও ১০১ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৪৭ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা পাওয়া গেছে। সিভাসুতে ১৭ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। শেভরণে ১৫৮ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা মিলেছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৮ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনা পাওয়া যায়নি। জেনারেল হাসপাতালের আরটিআরএলে ১১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর