chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারীতে আইসিটি ভবন উদ্বোধন করলেন এমপি আনিস

নিজস্ব প্রতিবেদক: হাটহাজারীতে আকবরিয়া স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত আইসিটি ভবন উদ্বোধন করেছেন জাতীয় সংসদ এর প্যানাল স্পীকার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে তিনি ভবনটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার উন্নয়নের কোন বিকল্প নেই।’

আকবরিয়া স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক (প্রস্তাবিত কমিটি) জসিম উদদীন শাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের সাবেক সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুছ গনি চৌধুরী,
দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এম এ মজিদ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল মনসুর, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার মোহাম্মদ সেলিম, নাজিম উদ্দীন মিয়াজি।

এসময় আরো উপস্থিত ছিলেন চেয়ারম্যান মঞ্জুর হোসেন মাসুদ, সালাউদ্দিন চৌধুরী, নুরুল হোসেন লাভু, গভর্নিং বডির সদস্য জাফর আহম্মেদ, মোহাম্মাদ ইউসুফ, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মাদ বাবুল, শিক্ষক প্রতিনিধি যমুনা পারভীন, মোঃ সেলিম, মোঃ রাসেদ,মোঃ জসিম উদ্দীন, শামসুল আলম, আরো উপস্থিত ছিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, সমাজ সেবক সি আই পি সেলিম উদ্দিন,আবুল মনচুর, মজিবুর রহমান, ইঞ্জিনিয়ার ইফতেখার বেলাল প্রমুখ।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর