chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রূপসী চট্টগ্রাম গড়তে রেজাউলের ৩৭ দফা ইশতেহার

নিজস্ব প্রতিবেদক : রূপমী চট্টগ্রাম গড়তে ৩৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।

আজ শনিবার (২৩ জানুয়রি) বেলা সাড়ে ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এ ইশতেহার ঘোষণা করেন।

 ইশতেহার: 

-১০০ দিনের অগ্রাধিকার, যানজট সমস্যা থেকে উত্তরণ

-সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নালা নর্দমা,

-খাল-নদী দখলদার উচ্ছেদ, বর্জ্য ব্যবস্থাপনা,

-পর্যটন রাজধানী হবে চট্টগ্রাম, হোল্ডিং ট্যাক্স, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার চলমান প্রকল্প,

-মেগাপ্রকল্পগুলোর দ্রুত বাস্দবায়নে বন্দরসহ সব সেবাখাতের উন্নয়ন কাজে নির্বাচিত প্রতিনিধি হিসাবে জোরদার ভূমিকা ও সমন্বয়কের দায়িত্ব পালন

-বন্ধ হয়ে যাওয়া নাগরিক পরিসেবা কার্যক্রম পুনরায় চালু করা,

-রূপসী চট্টগ্রামের  হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা,  ব্লু ইকোনমি

-সামুদ্রিক জলোচ্ছ্বাস-প্লাবন থেকে নগর সুরক্ষায় গুরুত্ব,

-নদী দখলমুক্ত করণ, মশকমুক্ত নগরী গঠন

-সড়ক ও ফুটপাত দখলমুক্ত করণ

-ব্যস্ততম সব কেন্দ্রে পাবলিক টয়লেট তৈরি

-সব সড়ক ও গলি উপগলিতে এলইডি লাইট স্থাপন, শিক্ষা ব্যবস্তার উন্নয়ন, স্বাস্থ্যসেবা

-সেবাখাতে ডাটাবেজ তৈরির মাধ্যমে ওয়ানস্টপ ডিজিটাল সার্ভারের আওতায়য় আনা

-উন্নয়ন ও সেবাখাতকে এক ছাতার নিচে আনা,

-নগরীতে অপরাধ নির্মূল কমিটি গঠন

-শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ রাখার উপর জোরদার

-মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা

-যাত্রীসেবা উন্নয়নে  পাবলিক ট্রান্সোপোর্ট চালুর উদ্যাগ

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর