chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খেলোয়াড়দের নিরাপত্তায় চট্টগ্রামে মহড়া

ডেস্ক নিউজ: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতে আজ (২২ জানুয়ারি) সকালে নগরের রেডিসন ব্লু বে-ভিউ থেকে সাগরিকা মোড় পর্যন্ত এ মহড়া অনুষ্ঠিত হয়।

র‌্যাব-পুলিশের সমন্বয়ে আয়োজিত মহড়ায় খেলোয়াড়দের হোটেল থেকে স্টেডিয়ামে নেওয়ার পথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা কীভাবে সামাল দেওয়া হবে এবং তাদের বহনকারী গাড়ি নিরাপদে স্টেডিয়ামে কীভাবে পৌঁছে দেওয়া হবে তা প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয়।

আগামী ২৫ জানুয়ারি জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ এবং তৃতীয় ওয়ানডে।

এরপর এম এ আজিজ স্টেডিয়ামে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জানিয়েছেন, ‘আমরা দুটো চ্যালেঞ্জ সামনে রেখে কাজ করছি।’

‘একটি কোভিড এবং অন্যটি নির্বাচন। সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। আশা করি সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে পারবো।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর