chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রেজাউলকে সেক্টর কমান্ডারস ফোরামের সমর্থন

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শিক বাংলাদেশ বিনির্মাণ ও যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনে সক্রিয় সংগঠন সেক্টর কমান্ডারস ফোরামের চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির সভায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর প্রতি পূর্ণ সমর্থন দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (২২ জানুয়ারি) সকালে সংগঠন কার্যালয়ে চট্টগ্রাম মহানগর সভাপতি সাবেক সিভিল সার্জন মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় এ সমর্থন দেওয়া হয়।

রেজাউল করিম চৌধুরীকে ভোট দিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক, সামাজিক সংগঠন ও নগরীতে বসবাসরত নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, জেলা সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, মুক্তিযোদ্ধা অধ্যাপক জাহিদ হোসেন শরীফ, মহানগর যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী, মুক্তিযোদ্ধা গৌরীশংকর চৌধুরী, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, আবদুল মালেক খান, অ্যাডভোকেট সাইফুন্নাহার খুশী, অ্যাডভোকেট ইফতেখার রাসেল, সাহেদ মুরাদ, হাজী সেলিম রহমান, নুরুল হুদা চৌধুরী, কামাল উদ্দিন, নবী হোসেন সালাউদ্দিন, অ্যাডভোকেট সৈকত দাশগুপ্ত, কামাল হোসেন রিজভী, মোরশেদ আহমেদ, ইঞ্জিনিয়ার এয়াকুব মুন্না, রাজীব চন্দ, এম এ হাসান, আশরাফ খান, এস এম রাফি প্রমুখ।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...