chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণ, দুই শিশুসহ তিন জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালীতে গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে ২ শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৬ জন। শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেলুন বিক্রেতা মো.আলমগীর (৪২), আহসান (১২) ও এরশাদ (১৩)। আহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই।

তিনি জানান, আলমগীর বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ করে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় বেলুন কিনতে আসা দুই শিশুসহ সে ঘটনাস্থলে মারা যায়। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুরিশ ফাঁড়িরর নায়েক আমির হোসেন জানান, মাতারবাড়ি থেকে ৬ জনকে আহত অবস্থায় আনা হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ৩৬, ২৭ ও ২৬ নং ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...