chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কোপা দেল রে থেকে বিদায় রিয়াল মাদ্রিদের

খেলাধুলা ডেস্ক : তৃতীয় সারির দল আলকোইয়ানোর বিপক্ষে হেরে এবার কোপা দেল রে থেকেও বিদায় নিল রিয়াল মাদ্রিদ। শেষ বত্রিশের ম্যাচটি ২-১ গোলে হারে জিদানের দল।

মার্সেলোর ক্রসে ডিফেন্ডার মিলিতাওয়ের হেডারে প্রথমার্ধে এগিয়ে যায় লস ব্লাঙ্কোরা। ম্যাচ শেষ হওয়ার ঠিক ১০ মিনিট আগে সমতা ফেরান হোসে সোলবেস। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

কাসেমিরোকে ফাউল করে ২য় হলুদ কার্ড দেখেন লোপেস। ১০ জন নিয়েও ১১৫ মিনিটে হুয়ানান কাসানোভার গোলে এগিয়ে যায় আলকোয়ানো। বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল, এতেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর
Loading...