chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চসিক প্রশাসক সুজন করোনামুক্ত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন করোনামুক্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ( ২১ জানুয়ারি) দুপুরে সুজন নিজেই এ তথ্য জানিয়েছেন।

সুজন নিজের ফেসবুক একাউন্টে লিখেন, আলহামদুলিল্লাহ। পরম করুণাময় আল্লাহর অশেষ কৃপায় এইমাত্র আমার এবং আমার স্ত্রীর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে গত ৬ জানুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে দেশে বিদেশে আওয়ামী লীগের অগণিত কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীরা যেভাবে আমার জন্য দোয়া প্রার্থনা করেছেন আপনাদের নিকট আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক বিগত ৬ আগস্ট ২০২০ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করার পর থেকে যেভাবে প্রতিটি মূহুর্ত নগরবাসীর পাশে ছিলাম ঠিক সেভাবে যেন আমার উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করতে পারি সেজন্য নগরবাসীর ঐকান্তিক সহযোগিতা কামনা করছি। আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে এ নগরকে আমার একটি সুস্থ, সুন্দর, পরিচ্ছন্ন, নান্দনিক এবং মানবিক শহররূপে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ্‌। মহান সৃষ্টিকর্তা আমাদের সকলের সহায় হোন।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর
Loading...