chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আইনজীবীকে মারধরের ঘটনায় ৪ পুলিশ ক্লোজড

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম আদালতে দুই আইনজীবীকে মারধর ও লাঞ্ছিতের অভিযোগে হাজতখানার ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আজ বুধবার (২০ জানুয়ারি) দুপুরে যুবলীগ কর্মী জাহাঙ্গীর আলম মিন্টু প্রকাশ মারুফ চৌধুরীর হত্যা মামলায় চার আসামিকে কেন্দ্র করে হাজতখানার সামনে আইনজীবী ও হাজতখানা পুলিশের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

প্রত্যাহার হওয়া চার পুলিশ সদস্য হলেন, কনস্টেবল রাজন, হাসনাত, আসাদ ও শাহজাহান।

পুলিশের বক্তব্য অনুযায়ী, হাজতখানা থেকে খুনের মামলার চারজন আসামিকে পুলিশ ভ্যানে তোলার সময় কয়েকজন সাংবাদিক তাদের ছবি তুলতে গেলে আসামিদের আইনজীবীরা পুলিশের উপর চড়াও হয়ে শারীরিকভাবে তাদের লাঞ্ছিত করেন।

আইনজীবীরা জানিয়েছে, যুবলীগ কর্মী জাহাঙ্গীর আলম প্রকাশ মারুফ চৌধুরী খুনের মামলায় আসামিদের সাথে কথা বলতে গেলে হাজতখানার পুলিশ আইনজীবী শরফুদ্দীন ও আনু মুহম্মদকে জোরপূর্বক হাজতখানার ভেতরে নিয়ে যায়। একপর্যায়ে কয়েকজন আইনজীবীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন বলেন, পুলিশ দ্বারা আইনজীবী লাঞ্ছিত হওয়ার ঘটনা দুঃখজনক। বিষয়টি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও পুলিশ কমিশনারকে জানানো হয়েছে। ইতোমধ্যে চারজন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। হাজতখানা থেকে তাদের প্রত্যাহার করে নেয়া হয়েছে।ৎ

এ বিষয়ে সিএমপির কারো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বুধবার (২০ জানুয়ারি) সকালে ডবলমুরিংয়ের জাহাঙ্গীর আলম মিন্টু প্রকাশ মারুফ চৌধুরী খুনের মামলার এজহারভুক্ত চারজন আসামি মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদের আদালতের হাজতখানায় নিয়ে রাখা হয়। চারজন আসামি হলেন, কিশোর গ্যাং লিডার মোস্তফা কামাল টিপু, মাহবুব, মোহাম্মদ রাব্বি ও ফয়সাল খান।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর