chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সমবেদনা জানাতে তারেক সোলেমানের বাসায় শিক্ষা উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য ও চসিকের ৪ বারের সাবেক কাউন্সিলর প্রয়াত তারেক সোলেমান সেলিম এর বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বৃহস্পতিবার(২০ জানুয়ারি) দুপুর ২টায় নগরের আলকরণে যান শিক্ষা উপমন্ত্রী।

এই সময় তিনি বলেন, তারেক সোলেমান সেলিম বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত কর্মী ছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন, বিএনপি-জামায়াত বিরোধী আন্দোলনসহ সকল আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে।

‘তাঁর অকাল প্রয়াণে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথের একজন পরীক্ষিত নেতাকে হারালো।’

তিনি বলেন, ‘তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে আওয়ামী পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে।’ শিক্ষা উপমন্ত্রী তাঁর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এসময় তারেক সোলেমানের স্ত্রী হাসিনা খানম, দুই ভাই তারেক ইমতিয়াজ ইমতু, তারেক নোমান, ছেলে মুহামিন তারেক রাতুল মেয়ে তাসনিন তারেক, তাফানুর তারেকসহ আত্নীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর