chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্টিভ ব্যাননকে ক্ষমা করলেন ট্রাম্প

ডেস্ক নিউজ: সাবেক প্রধান কৌশলী স্টিভ ব্যাননকে ক্ষমা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার আগে তিনিসহ মোট ৭৩ জনকে ক্ষমা ও ৭০ জনের সাজা কমিয়ে দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট।

বুধবার হোয়াইট হাউসের এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

অনেক ভাবনা-চিন্তার পর ব্যাননকে ক্ষমা করেছেন বলে ঘনিষ্ঠদের জানিয়েছেন তিনি। রাজনৈতিক প্রকল্পে জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল ব্যাননের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের রক্ষণশীল আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে তাকে।

রাজনৈতিক জ্ঞানের তীক্ষ্ণতার জন্য তার পরিচিতি রয়েছেন।

নচ/চখ

 

Loading...