chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রথম ম্যাচেই হাসান মাহমুদের অভিষেক!

খেলা ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তাই উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে একাদশ কেমন হবে সেটা নিয়ে জল্পনা থাকছে টাইগার ভক্তদের মনে।

সোমবার বিকেলে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে একাদশ নিয়ে আভাস দেয়ার পাশাপাশি সম্ভাব্য ব্যাটিং অর্ডারও জানিয়ে দিয়েছেন ডোমিঙ্গো।

তামিম ইকবাল আর লিটন দাস ওপেন করবেন। তিন নম্বরে সাকিব আল হাসানের জায়গায় নাজমুল হোসেন শান্ত। টপ অর্ডার সৌম্য সরকারকে নিচের দিকে (৬-৭ নম্বরে) খেলানো হবে, এমন কথাও জানিয়ে দিয়েছেন ডোমিঙ্গো। সেই সাথে একাদশে তিন পেসার খেলানোর কথাও বলে দিয়েছেন টাইগার কোচ।

এখন প্রশ্ন হলো-কোন তিন পেসার খেলবেন প্রথম ওয়ানডেতে? এই প্রশ্নের সাথে আরও একটি প্রাসঙ্গিক প্রশ্নও উঁকি দিচ্ছে। তা হলো, ১৮ জনের দলে আছেন দুই তরুণ দ্রুতগতির বোলার- শরিফুল ইসলাম আর হাসান মাহমুদ। তাদের কারো কি ২০ জানুয়ারি শেরে বাংলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হবে?

এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে-কোচ, নির্বাচক, অধিনায়ক তথা টিম ম্যানেজমেন্টের ‘প্ল্যান এ’তে নেই ওই দুই তরুণের একজনও। এমনিতে মোহাম্মদ সাইফউদ্দীনের সাথে বাঁহাতি মোস্তাফিজুর রহমান আর অভিজ্ঞ রুবেল হোসেনকে খেলানোর চিন্তা আছে।

সেখানে অন্য কোনো পেসারের অন্তর্ভুক্তির সম্ভাবনা নেই বললেই চলে। তারপরও একটা কথা আছে। একদম ভেতরের খবর, ইনজুরি কাটিয়ে দলে ফেরা সাইফউদ্দীনকে নিয়ে খানিক সংশয় আছে টিম ম্যানেজমেন্টের। সাইফউদ্দীন পুরো ছন্দে বোলিং করতে পারছেন না, এমন ধারণা টিম ম্যানেজমেন্টের ভেতরে।

সাইফউদ্দীন না খেললে খুলে যাবে তরুণ হাসান মাহমুদের ভাগ্য। টিম ম্যানেজমেন্ট এই দ্রুতগতির ডানহাতি পেসারকে বিকল্প ভেবে রেখেছেন। অর্থাৎ হিসেব সহজ। সাইফউদ্দীন শেষ পর্যন্ত না খেললে ২০ জানুয়ারি অভিষেক হবে হাসান মাহমুদের।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...