chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

একসঙ্গে পদত্যাগপত্র জমা দিলেন কুয়েতের মন্ত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতে বেশ কিছুদিন ধরেই দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রীদের বিরোধ চলছিল। এর জের ধরে গত ১২ জানুয়ারি পার্লামেন্টে মন্ত্রিসভা নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার প্রস্তাব জমা পড়ে। তার পরেই মন্ত্রীরা একযোগে পদত্যাগপত্র জমা দেন।

দেশটির আমির শেখ নাওয়াল আল আহমেদ আল সাবাহ সোমবার মন্ত্রীদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কুনা জানিয়েছে। খবর ডেইলি সাবাহর।

১২ জানুয়ারি প্রতিরক্ষামন্ত্রী হামাদ জাবের আল-সাবাহর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ।

শেখ সাবাহ ২০১৯ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। মধ্যপ্রাচ্যে কুয়েতই প্রথম দেশ, যারা ১৯৬৩ সালে পার্লামেন্ট গঠন করে। গত ডিসেম্বরে পার্লামেন্টের নির্বাচন হয়েছে। তবে পার্লামেন্ট গঠিত হলেও সব ক্ষমতা আল-সাবাহ পরিবার ও আমিরের হাতেই আছে। তারাই সরকার নিয়ন্ত্রণ করেন।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর