chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নিশো – মেহজাবীন’র নাটকে দ্বৈতকণ্ঠ দিলেন চট্টগ্রামের পাবেল

ডেস্ক নিউজ: ছোট পর্দায় নিশো – মেহজাবীন’র নাটক মানেই ব্যবসাসফল নাটক। একে একে অসংখ্য নাটকে জুটি বেঁধে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন। এবার তাদের নাটকে দ্বৈতকণ্ঠ দিলেন চট্টগ্রামের সংগীতশিল্পী জাহেদ পারভেজ পাবেল ।

নাটকের নাম ‘শিল্পী’। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। নাটকটিতে ‘বুক চিন চিন করছে’এবং ‘বিধি তুমি বলে দাও’ দুটি গানেই পুরুষ ও নারী উভয় কণ্ঠ দিয়েছেন পাবেল।

গানটি প্রসঙ্গে পাবেল চট্টলার খবরকে বলেন, আমার প্রিয় জুটি নিশো- মেহজাবীনের নাটকে কন্ঠ দিতে পেরে খুবই ভালো লাগছে। সেই সাথে নাটকে প্রথম ছেলে ও মেয়ের কণ্ঠ দিলাম। সবকিছু মিলিয়ে দারুণ অভিজ্ঞতা অর্জন করলাম।

এছাড়া দর্শকদের নাটকটি দেখারও আহ্বান জানান এ শিল্পী।

এর আগে, ‘আনোয়ার দ্য প্রোডাকশন বয়’, ‘মিস্টার পরিবর্তনশীল’ ‘ইনসিকিউরিটি’, ‘সাইড ইফেক্ট’ নাটকগুলোতে কন্ঠ দিয়েছেন সংগীতশিল্পী পাবেল।

উল্লেখ্য, ২০১৯ সালে আনোয়ার দ্য প্রডাকশন বয় নাটকের গানের মধ্যে দিয়ে নাটক প্লে ব্যাক শুরু হয় জাহেদ পারভেজ পাবেল। প্রায় রিলিজ পাঁচটির মত নাটকে তিনি গান করেছেন এবং মুক্তির অপেক্ষায় আছে আরো পাঁচ থেকে সাতটি নাটক।

এএমএস/নচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...