chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সৌদি বাদশাহ’র  উপহার পেল ফটিকছড়িবাসী

নিজস্ব প্রতিবেদক : বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) এবং সমগ্র বাংলাদেশের ৩০ হাজার আর্থিকভাবে দূর্বল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের লক্ষ্যে আন্তর্জাতিক দাতা সংস্থা ‘কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের আর্থিক সহযোগিতায় ‘খাদ্য সামগ্রী বিতরণ প্রোগ্রামের আওতায় বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (১৮ জানুয়ারি) ফটিকছড়ি উপজেলার আর্থিকভাবে দূর্বল এক হাজার পরিবারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উপজেলার নানুপুর লায়লা কবির ডিগ্রী কলেজ মাঠে বিতরণকৃত প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, চিনি ও লবণসহ সর্বমোট ২৪ কেজি খাদ্যসামগ্রী।

এসময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর রিলিফ ওয়েলফেয়ার ডেভেলপমেন্টের কান্ট্রি ডিরেক্টর তুর্কী সায়িদ আল গামেদী, কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার বাংলাদেশের-প্রতিনিধি শেখ ইব্রাহীম বিন আব্দুল্লাহ, শেখ ফাহাদ বিন ঈদা আল ওতাইবি, শেখ আলি বিন বখিত জামেয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর এর মহাপরিচালক আল্লামা ছালাহ উদ্দীন, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দীন জমির উদ্দীন, ফটিকছড়ি থানার ওসি রবিউল হোসেন, নানুপুর ইউপি চেয়ারম্যান শফিউল আজম, ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।

উপহার সামগ্রী বিতরণের পুরো কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা করে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর