chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পটিয়ায় আগুনে পুড়ল ৫ দোকান

নিজস্ব প্রতিবেদক : পটিয়ায়  আগুনে পুড়েছে ৫টি দোকান। এসময় আগুনে আশপাশের আরও বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল সোমবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পাচুরিয়া বাজারে একটি চায়ের দোকানের বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

স্থানীয় জানিয়েছে , পাচুরিয়া বাজারের সাবলুর চায়ের দোকান বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় আগুনে মুদির দোকান, ফার্মেসি, ইলেকট্রনিক, চায়ের দোকান ও টেইলার্সসহ ৫টি দোকান পুড়ে গেছে।

খবর পেয়ে পটিয়া ও বোয়ালখালি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট মিলে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় আগুনে পাশের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে প্রায় দশ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

পটিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ জানান,আগুনে  কেউ হতাহত হয়নি।  বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে।

এসএএস/ নচ

এই বিভাগের আরও খবর
Loading...