chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রা‌মের মানুষ নৌকায় ভোট দি‌তে জোটবদ্ধ: রেজাউল

ডেস্ক নিউজ: চট্টগ্রা‌মের মানুষ উন্নয়নের প‌ক্ষে নৌকায় ভোট দি‌তে জোটবদ্ধ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী

সোমবার (১৮ জানুয়ারি) প‌শ্চিম বাক‌লিয়া, উত্তর ও দ‌ক্ষিণ পাঠানটুলী এবং পূর্ব মাদারবাড়ী ওয়া‌র্ডে গণসংযোগকালে পথসভায় এসব কথা বলেন রেজাউল করিম চৌধুরী।

রেজাউল করিম বলেন, চট্টগ্রা‌মের উন্নয়‌নের স্বা‌র্থে এক‌দি‌কে দল মত নি‌র্বি‌শে‌ষে বি‌ভিন্ন দল ম‌তের রাজ‌নৈ‌তিক, সামা‌জিক, সাংস্কৃ‌তিক, ব‌্যবসায়ী সংগঠনগু‌লো সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মেয়র প‌দের জন‌্য আওয়ামী লীগকে, আমা‌কে, নৌকা প্রতীক‌কে সমর্থন জা‌নি‌য়ে যা‌চ্ছেন।

‘অপর‌দি‌কে এক‌টি অশা‌ন্তির পা‌র্টি মি‌থ্যে ও ভি‌ত্তিহীন অজুহাত তু‌লতে শুরু ক‌রে‌ছে। গণ‌বি‌চ্ছিন্ন দল‌টি জনরা‌য়ে বিশ্বাসী নয়, তারা নির্বাচন চায় না। বারবার তারা নির্বাচ‌নে প্রার্থী হ‌য়েও জনগণ দ্বারা প্রত‌্যাখ‌্যাত হ‌য়ে নানা অজুহাত তু‌লে স‌রে গি‌য়ে অশা‌ন্তি সৃ‌ষ্টির পাঁয়তারা ক‌রে‌ছে।’

তি‌নি নৌকায় ভোট প্রার্থনা ক‌রে ব‌লেন, মেয়র নির্বা‌চিত হ‌লে আ‌মি আমার দীর্ঘ রাজ‌নৈ‌তিক অ‌ভিজ্ঞতা, সততা, নিষ্ঠা, শ্রম ও মেধা দি‌য়ে আমার আপনার প্রিয় চট্টগ্রাম‌কে শা‌ন্তি, সৌহার্দ্যের চট্টগ্রাম হি‌সে‌বে, স্বাস্থ‌্যকর নান্দ‌নিক ও আধু‌নিক চট্টগ্রাম হি‌সে‌বে গ‌ড়ে তুল‌তে সক্ষম হব।

রেজাউল বলেন, চট্টগ্রা‌মের মানু‌ষের নাগ‌রিক সমস‌্যা সমাধা‌নে আ‌মি আ‌ন্দোলন ক‌রে‌ছি, সমাধা‌নের জন‌্য নানা মাধ‌্যমে পরামর্শ দি‌য়ে‌ছি। আ‌মি জা‌নি চট্টগ্রা‌মের কোথায় ‌কী সমস‌্যা আ‌ছে, সম‌ম্বিত প্রয়া‌সে কিভা‌বে সমস‌্যাগু‌লো সুরাহা করা যায় তা নি‌য়েও ধারণা র‌য়ে‌ছে।

‘সমস‌্যা সমাধা‌নে কাজ করার ই‌চ্ছে, উদ‌্যম ও আ‌ছে, সৎ সাহস আমার আ‌ছে। আ‌মি আপনা‌দের সহ‌যো‌গিতা চাই, নৌকা প্রতী‌কে আপনা‌দের রায় চাই।’

এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সাংগঠ‌নিক সম্পাদক নোমান আল মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম, ১৮ নং প‌শ্চিম বাক‌লিয়া ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী শহীদুল ইসলাম, ২৮ নং দ‌ক্ষিণ পাঠানটুলি ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর, ২৩ নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী মোহাম্মদ জাবেদ, ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী গোলাম মোহাম্মদ জোবায়ের, ম‌হিলা কাউ‌ন্সিলর প্রার্থী জা‌হেদা বেগম প‌পি, শাহীন আক্তার রোজী ও জিন্নাত আরা বেগমসহ কেন্দ্রীয় যুবলী‌গের সা‌বেক সদস‌্য মান্নান ফের‌দৌস, মহানগর ছাত্রলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক নুরুল আ‌জিম র‌নি গণসং‌যো‌গে অংশ নেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর