chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাকলিয়ায় রোহিত হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: নগরের বাকলিয়ায় পূর্ব পরিকল্পিতভাবে মো. আশিকুর রহমান রোহিতকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সাথে সিটি নির্বাচনের কোন সম্পৃক্ততা নেই। এমনটায় জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. মেহেদী হাসান।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে মোমিন রোডের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

এ ঘটনার সাথে জড়িত থাকায় এজাহারভুক্ত দুই আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সাইফুল ইসলাম বাবু (২০) ও মো. মহিউদ্দীন।

উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসান বলেন, হত্যকান্ড ঘটিয়ে তারা দুজনে ঢাকার মুগদা ও মিরপুর এলাকায় আত্মগোপনে চলে যায়। তাদের পরিকল্পনা ছিলে দেশ ছেড়ে পালানোর। কিন্তু তার আগেই পুলিশ তাদের ধরে ফেলে।

তিনি আরো বলেন, রোহিত হত্যাকান্ডের সাথে সিটি নির্বাচনের কোন সম্পৃক্ততা নেই। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ ঘটনার ঘটানো হয়েছে। আমরা আসামিদের ১০ দিনের রিমান্ড চাইবো। জিজ্ঞাসাবাদে আরো তথ্য পাওয়া যাবে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি বিকেলে আশিকুর রহমান রোহিতকে ছুরিকাঘাত করা হয়। ১৫ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এমএইচকে/এমআই

এই বিভাগের আরও খবর