chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডা. শাহাদাতের গাড়িবহরে হামলা, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ জানুয়ারি) বিকেল তিনটার দিকে ডা. শাহাদাত ৮ নং শুলকবহর ওয়ার্ডে গণসংযোগ করেন

গণসংযোগে যাওয়ার পথে ২ নম্বর গেট মেয়র গলিতে শাহাদাতের গাড়িবহরে অর্তকিত হামলা চালানো হয় বলে জানান ডা. শাহাদাতের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী।

তিনি অভিযোগ করেন, যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা শাহাদাতের গাড়িবহরে পেছন থেকে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বিএনপি প্রার্থীর প্রচারণায় ব্যবহৃত সিএনজি, মাইক ভাঙচুর করে। এসময় বিএনপির ২ জন কর্মী আহত হন বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে জানতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশেম ভূঁইয়ার মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ না করে কল কেটে দেয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এমআই

এই বিভাগের আরও খবর
Loading...