chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিলাইছড়িতে ৬ আগ্নেয়াস্ত্রসহ ৭ সন্ত্রাসী আটক

ডেস্ক নিউজ: রাঙামাটির বিলাইছড়ি থেকে অস্ত্র ও গোলাবারুদসহ পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি আর্থাৎ জেএসএসের সাত সক্রিয় কর্মীকে আটক করেছে সেনাবাহিনী।

রবিবার (১৭ জানুয়ারি) রাতে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নতুন পাড়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— বীর বাহাদুর ত্রিপুরা (২৬), চাইল ত্রিপুরা (৬০), বলিরাম ত্রিপুরা (৪৮), বীর মণি ত্রিপুরা (৪৫), বিষ্ণুমণি ত্রিপুরা (৪৪), লক্ষণ ত্রিপুরা (৩০) ও জীবন ত্রিপুরা (২৬)।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. নুরুল হক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নতুন পাড়ায় যৌথবাহিনী অভিযানে নামে। অভিযানে ছয়টি একনলা বন্দুক, ২টি ছুরি ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে বিলাইছড়ি থানা পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা ও একটি বিস্ফোরক দ্রব্য মামলা দায়ের করেছে। সোমবার তাদের রাঙামাটি আদালতে পাঠোনো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

নচ/চখ

এই বিভাগের আরও খবর