chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রেজাউল করিমকে জাসদের সমর্থন

ডেস্ক নিউজ: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরীকে সমর্থন জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু), চট্টগ্রাম নগর, উত্তর, দক্ষিণ, বান্দরবান, জেলার যৌথ কর্মিসভায় রেজাউলকে সমর্থন জানানো হয়।

সম্প্রতি মোমিন রোডের চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।

এতে জাসদ মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অভীক ওসমান বলেন, মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর প্রাক্বালে এর চেতনা ধারণ করার জন্য জাসদ চসিক মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর প্রতি সমর্থন ও তাকে বিজয়ী করার ঘোষণা দিয়েছে।

তিনি নির্বাচন কমিশনকে অহিংস ও নিরপেক্ষ ভাবে ২৭ জানুয়ারির ভোট পরিচালনার আহ্বান জানান।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা, চট্টগ্রামে দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনের বাড়ি দখল ইত্যাদি অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান জাসদ নেতারা।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...