chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সুবর্ণজয়ন্তীতে টাইগারদের জন্য বিশেষ জার্সি

খেলা ডেস্ক: নতুন ছোঁয়া লাগছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সিতে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ জার্সি পরবেন টাইগাররা।

রবিবার (১৭ জানুয়ারি) বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘পুরো দেশবাসির মত আমাদের ক্রিকেট বোর্ড এবং প্লেয়াররা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর সাথে আমাদের ক্রিকেট অঙ্গনও সম্পৃক্ত হতে যাচ্ছি।’

তিনি বলেন, ‘গোটা বাংলাদেশের জন্য একটি বিশেষ উপলক্ষ্য। যেহেতু এটা আমাদের স্বাধীনতার ৫০ বছর, তাই আমরাও সেটা উদযাপন করার উদ্যোগ নিয়েছি।’

‘স্বাধীনতা যুদ্ধ এবং আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল রেখে বিশেষ ও নতুন জার্সি তৈরির কথাও ভাবা হচ্ছে।’

আকরাম খান বলেন, ‘আমরা জার্সির কথাটা মাথায় রেখেছি। এবং জার্সিটা কিন্তু আমরা আমরাদের জাতীয় পতাকার মত করেছি, সবুজ এবং লাল দিয়ে করা। এখানে অন্য কোন রং নেই। আমাদের পতাকায় লাল সূর্যটা যেভাবে আছে সেটা ওখানে তুলে ধরেছি।

‘তুলে ধরেছি আমাদের মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধা ভাইয়েরা যেভাবে উল্লাস করেছে, যেভাবে স্বাধীনতার উদযাপন করেছে সেটা এবং তার সঙ্গে আমাদের যে স্মৃতিসৌধ আছে ওটাও আমরা ওখানে তুলে ধরেছি। আশা করছি আপনাদের সবারই এটা ভাল লাগবে।’

বিসিবি পরিচালক বলেন, ‘বিশেষ কয়েন কিংবা অন্য কোন স্মারক- এ ধরনের কিছু জিনিস করছি আমরা।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর