chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘মেসি বেঞ্চে থাকলেও পুরো দল উজ্জীবিত থাকবে’

খেলা ডেস্ক: বার্সেলোনা ও লিওনেল মেসির সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনা এখনো বিদ্যমান। তবে বার্সার প্রেসিডেন্ট পদপ্রার্থী হুয়ান লাপোর্তা মনে করেন, যথাযথ প্রস্তাব পেলে নিজের সর্বোচ্চটা দিয়েই বার্সেলোনায় থেকে যাবেন মেসি।

গত আগস্টের শেষদিকে বার্সেলোনা ছেড়ে যাওয়ার কথা জানান মেসি। তখন চুক্তির নানান মারপ্যাঁচ দেখিয়ে তাকে আদালতে গিয়ে মীমাংসার পথ দেখান তৎকালীন ক্লাব প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ। নিজের প্রিয় ক্লাবের সঙ্গে আইনি লড়াইয়ে যাবেন না বিধায়, সিদ্ধান্ত থেকে সরে আসেন মেসি।

এরপর থেকে নানান সময়ে এ বিষয়ে শোনা গেছে নানান তথ্য। তবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হুয়ান লাপোর্তা ইতিবাচক কথাই বলেছেন সবসময়। আবারও একই কথা তার কণ্ঠে। তবে লাপোর্তা মনে করেন, এখন ক্লাব ছাড়ার চেয়ে সামনের ম্যাচগুলোর দিকেই বেশি মনোযোগ মেসির।

স্পোর্টকে দেয়া সাক্ষাৎকারে লাপোর্তা বলেছেন, ‘মেসি এখন লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদ ও চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেইন্ট জার্মেইয়ের বিপক্ষে ম্যাচের দিকে নিজের সব মনোযোগ রেখেছে। আমি জানি না রোববার স্প্যানিশ সুপার কোপার ফাইনাল ম্যাচটি খেলবে কি না।’

তিনি আরও যোগ করেন, ‘তবে মেসি না খেললেও বেঞ্চে থাকবে, যা পুরো দলকে উজ্জীবিত করে। আমি এখন তাকে অনেক খুশি দেখতে পাই। সে খেলাটা উপভোগ করছে। আমি জানি, সে এখানে (বার্সেলোনা) থাকতে এবং ভালো প্রস্তাব দেয়া হলে নিজের ক্ষমতার সর্বোচ্চটা দিয়েই এখানে থেকে যাবে।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর