chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতকে কুইন্সল্যান্ড সরকারের কড়া বার্তা

খেলা ডেস্ক: কুইন্সল্যান্ড সরকারের কঠোর বিধিনিষেধের কারণে বিব্রতকর পরিস্থিতিতে আছে ভারতীয় ক্রিকেট দল। ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও ভারতের চতুর্থ টেস্ট। মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে আবার কোয়ারেন্টাইনের শেকলে বাঁধা পড়তে চায় না সফরকারীরা।

তাই নিয়ম শিথিল না করলে ব্রিসবেনে যেতে অনীহা প্রকাশ করেছে ভারতের টিম ম্যানেজমেন্ট। এর প্রতিক্রিয়ায় কুইন্সল্যান্ড সরকার ভারতকে কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, ‘নিয়ম মেনে খেলতে না চাইলে এসো না।’

নিউ সাউথ ওয়েলসের সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় টেস্ট খেলে কুইন্সল্যান্ড যাওয়ার কথা দুই দলের। সীমান্ত বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেট দলকে সেখানে নেওয়া যাবে। কিন্তু তাদের গতিবিধি হবে সীমিত পরিসরে।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের রিপোর্ট, এরই মধ্যে অস্ট্রেলিয়া দলকে জানিয়ে দেওয়া হয়েছে খেলা কিংবা ট্রেনিং না থাকলে তাদের হোটেল বন্দি থাকতে হবে। যদিও তা এখনো জানানো হয়নি ভারতকে।

তবে কঠোর কোয়ারেন্টাইন শর্তের আভাস পেয়ে ভারতের টিম ম্যানেজমেন্ট দাবি করেছে, তাদের জন্য নিয়ম শিথিল করতে হবে। নয়তো তারা যাবে না ব্রিসবেনে। অবশ্য সিডনিতে টানা দুটি ম্যাচ খেলতে অসুবিধা নেই তাদের।

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ম্যাথু ওয়েড এতে আপত্তি জানিয়েছেন। তারা চান, সূচি অনুযায়ী ভেন্যুতে হোক শেষ দুটি ম্যাচ।

ভারতের কঠোর অবস্থানেও মন গলেনি কুইন্সল্যান্ড সরকারের। করোনাভাইরাস নিয়ে কোনও ধরনের আপসে যেতে রাজি নয় তারা। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রস বেটস বলেছেন, ‘যদি ভারতীয়রা নিয়ম মেনে খেলতে না চায়, তাহলে এসো না।’

পরে টুইটারে তিনি ওই মন্তব্যের একটি ভিডিও পোস্ট করেছেন, যার ক্যাপশনে লেখা, ‘আজ এমন রিপোর্ট নিয়ে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল যে ভারতীয় ক্রিকেট দল চায়, গ্যাবা টেস্টের আগে শুধু তাদের জন্য কোয়ারেন্টাইন নিয়ম শিথিল করা হোক। আমার প্রতিক্রিয়া ছিল এটা।’

এমআই/চখ

Loading...