chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সর্বোচ্চ ভিউ অর্জন করলেও, নিষিদ্ধের পথে ‘কেজিএফ ২ ‘

ডেস্ক নিউজ: ২ মিনিট ১৬ সেকেন্ডের টিজার নিয়ে গত ৭ জানুয়ারি পর্দায় আসে কন্নড় সুপারস্টার যশের  ‘কেজিএফ চ্যপ্টার ২’ । টিজার দিয়েই মাত করেছে বলিউড। পুরো সিনেমা মুক্তির আগেই বিশ্ব রেকর্ড গড়ল ‘কেজিএফ চ্যাপ্টার ২’।  

সবমিলিয়ে ১৩২ মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে। মাত্র ৪ দিনেই সারা বিশ্বের সর্বোচ্চ ভিউ পাওয়া টিজার হিসেবেও রেকর্ড করেছে সিনেমাটি।

সিনেমাটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। এতে অভিনয় করেছেন যশ, সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, শ্রীনদি শেঠি, হরিশ রায়সহ আরও অনেকে। খোঁজ নিয়ে জানা গেছে, কন্নড় ভাষায় নির্মিত এ সিনেমার বাজেট ছিল ১০০ কোটি রুপি।

কিন্ত এত অর্জনেও নিষিদ্ধ হতে যাচ্ছে ‘কেজিএফ চ্যপ্টার ২’। সিনেমাটিতে যশের সিগারেট দৃশ্যটি নিয়ে আপত্তি জানিয়েছে কর্ণাটক স্টেট অ্যান্টি-টোবাকো সেল এবং স্বাস্থ্য বিভাগ।

টিজারে দেখা যায় যশ তার মেশিনগানের আগুনের লাভা নিয়ে সিগারেট ধরাচ্ছেন। কিন্ত সেখানে দৃশ্য শুরু হওয়ার আগে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ট্যাগলাইন ব্যবহার না করায় ছবিটি নিষিদ্ধ হওয়ার অপেক্ষায় দিন গুনছে।

নচ/চখ

 

এই বিভাগের আরও খবর