chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম পলিটেকনিক শিক্ষার্থীরাও রাস্তায়

ডেস্ক নিউজ:  গতকাল অতিরিক্ত ফি প্রত্যাহার, সেশনজট নিরসনসহ ৪ দফা দাবী আদায়ে রাস্তায় নেমেছিল বরিশালের সকল পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা। এবার চট্টগ্রামের শিক্ষার্থীরাও একই দাবী আদায়ে নগরীর রাস্তায় অবস্থান নিয়েছে।  

রবিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর অন্যতম প্রধান সড়ক নগরীর জিইসি মোড়ে অবরোধ করে তারা মানববন্ধন ও র‍্যালি করে।

ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ছাত্র ঐক্যের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। র‍্যালিটি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে শিক্ষার্থীদের তোলা চার দফা দাবিগুলো হলো-

১. শিক্ষাজীবনে এক বছর যাতে পিছিয়ে যেতে না হয় সেজন্য স্থগিত ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের তাত্ত্বিক প্রমোশন দিয়ে ব্যবহারিক পরবর্তী পর্বের সাথে সংযুক্ত করা।

২. ১ম, ৩য়, ৫ম, ৭ম পর্বের ক্লাস শুরু করে শর্ট সিলেবাসে দ্রুত পরীক্ষা নেওয়া।

৩. সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহার ও সব প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটে সেমিস্টার ফি অর্ধেক করা।

৪. ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ অন্যান্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বাড়ানো।

নচ/চখ

 

এই বিভাগের আরও খবর