chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে আরও ৬৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৭০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন আরো ৬৫ জনের, নতুন শনাক্তদের মধ্যে ৫৭ জন নগরীর ও ৮ জন উপজেলার বাসিন্দা।

রবিবার (১৭ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩২ হাজার ৭৭ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬৬ জন, এর মধ্যে ২৬৬ জন নগরীর ও ১০০ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জাসা গেছে, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৯৮৪ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনাভাইরাস পাওয়া গেছে। বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবে ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা পজিটিভ পাওায়া গেছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের ও আরটিআরএলে ১৩ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১২ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা পাওয়া যায়নি।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর