chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এবার ওয়েব সিরিজে প্রসেনজিৎ

ডেস্ক নিউজ: করোনাকালে জায়গা করে নিয়েছে ওয়েব প্ল্যাটফর্ম। এবার সেই প্ল্যাটফর্মে পা রাখছেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে রাহুল বোস অনেকেই ওয়েব দুনিয়ায় পা রেখেছেন। উপহার দিচ্ছেন একের পর এক অসাধারণ কনটেন্ট।  কিন্তু অনেকের মনেই প্রশ্ন ছিল প্রিয় বুম্বাদাকে কবে ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে বুম্বাদাও আসতে চলেছেন ওয়েব দুনিয়ায়।

বুম্বাদা শুধু একজন অভিনেতা নন। বুম্বাদা মানেই ইন্ডাস্ট্রি। চমক হল বাংলা নয় হিন্দি ওয়েব সিরিজ দিয়ে ওয়েব দুনিয়ায় অভিষেক হচ্ছে তার। বিপরীতে থাকবেন ‘পদ্মাবত’ এর অভিনেত্রী অদিতি রাও হায়দারি। এই ওয়েব সিরিজে বুম্বাদা  অভিনয় করতে চলেছেন হিমাংশু রায়ের চরিত্রে। হিমাংশু রায় ছিলেন চল্লিশের দশকের ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রির একটি দাপুটে নাম। বলিউডের জন্মদাতা তিনিই। এই ওয়েব সিরিজে ভারতবর্ষের স্বাধীনতার আগের সময়কালের চিত্র।

নচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...