chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ২০ লাখ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী মহামারি করোনাভইরাসে মৃতের সংখ্যা বেড়ে শুক্রবার ২০ লাখ ছাড়িয়ে গেছে। এদিকে কোভিড-১৯ রোগের সংক্রমণ ক্রমেই বেড়ে চলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ব্যাপক হারে টিকা দেয়ার আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।

এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের শেষের দিকে চীনের উহান নগরীতে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে শুক্রবার গ্রীনিচ মান সময় ১৮২৫ টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২০ লাখ ৬৬ জনে দাঁড়িয়েছে।

কোভিড-১৯ রোগে সংক্রমণের সর্বোচ্চ মাইলফলক ছাড়ানোর খবর এমন এক সময় আসলো যখন মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার জানালো তাদের ভ্যাকসিনের সরবরাহ জানুয়ারির শেষ নাগাদ পর্যন্ত কিছুটা মন্থর থাকবে। তবে এর পর এ ভাইরাস মোকাবেলায় জনগণকে টিকা দেয়ার কর্মসূচি ব্যাপকভাবে জোরদার করা হবে।

ডব্লিউএইচও শুক্রবার বিশ্বব্যাপী টিকা দেয়ার গতি বাড়ানোর এবং বিশ্বে দেখা দেয়া এ ভাইরাসের নতুন ধরণ মোকাবেলার ক্ষেত্রে এর পর্যায়াক্রম নিয়ে গবেষণা প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে তেদ্রোস আধানম গাব্রেয়াসাস বলেন, ‘আমি আগামী ১০০ দিনের মধ্যে বিশ্বের প্রতিটি দেশে টিকাদান কর্মসূচি দেখতে চাই যাতে করে স্বাস্থ্য কর্মী ও উচ্চ ঝুঁকিতে থাকা মানুষদের প্রথমে রক্ষা করা যায়।

করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বেড়ে চলায় তিনি এমন আহ্বান জানালেন। এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, গত সপ্তাহে বিশ্বব্যাপী গড়ে প্রতিদিন ৭ লাখ ২৪ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। আগের সপ্তাহেও সংক্রমণের সংখ্যা ১০ শতাংশ বেড়ে যেতে দেখা যায়।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর
Loading...