chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রামুতে ইয়াবাসহ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের রামুতে ইয়াবাসহ ১ রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১৫। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে দেচুয়াপালং নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর নাম- মো.রফিক আলম (৩৮)। তিনি বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আশু আলীর ছেলে।

বিষয়টি চট্টলার খবরকে নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আব্দুল্লাহ মো. শেখ সাদী।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রফিককে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ১৯ হাজার ৭’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএইচকে/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...